ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ডলারের দাম বেশি থাকা সত্ত্বেও সরকার গত বছরের তুলনায় সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছে।
ঢাকার আবদুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘হজযাত্রী প্রশিক্ষণ ২০২৪’ উদ্বোধনকালে তিনি বলেন, সরকারি হজ প্যাকেজের জন্য ১,০৪,১৭৮ টাকা এবং বেসরকারি হজ প্যাকেজের জন্য ৮২,৮১৮ টাকা কমানো হয়েছে।
ফরিদুল বলেন, হজযাত্রীরা যাতে ন্যায্য খরচে হজ করতে পারেন সেজন্য সরকার কাজ করছে। সরকার তীর্থযাত্রীদের অফিসিয়াল কাজগুলি সহজ করার জন্যও কাজ করছে এবং তাদের সর্বোত্তম পরিষেবা দিতে বদ্ধপরিকর।
ধর্ম বিষয়ক সচিব এ হামিদ জমিদারের সভাপতিত্বে প্রশিক্ষণে অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও ডাঃ মোঃ মঞ্জুরুল হক এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।