মৌসুমী দাস, চারঘাট, প্রতিনিধিঃসংবাদ প্রচারের জেরে রাজশাহীর দেশ টিভির প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চারঘাটের কর্মরত সাংবাদিক বৃন্দ।মোঙ্গলবার সকাল ১০ টায় চারঘাট চৌ-রাস্তার মোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা নিঃশ্বর্ত ভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, চারঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক মিঠু রানা, নির্বাহী সদস্য মিজানুর রহমান, মাইনুল হক সান্টু সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।বক্তারা, সাংবাদিক কাজী শাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিঃশ্বর্ত ভাবে প্রত্যাহারের দাবি জানান।