মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বজনীন পেনশন স্কিম

জাকির হোসেন,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম সরকারের গৃহীত একটি দীর্ঘ প্রসারী চিন্তা চেতনার ফসল। এই পেনশন স্কিম জনগণের ভবিষ্যত সঞ্চয় হিসেবে কাজ করবে বলে জানান তাঁরা। এছাড়া দ্রুত উপজেলার সকলকে এই পেনশন স্কিমের আওতায় আনতে সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।


আরো পড়ুন