সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে “২০২৩-২০২৪ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের” আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ মে) দিনব্যাপী সরিষাবাড়ী বিআরডিবি হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জামালপুর খামার বাড়ী উদ্ভিদ সংরক্ষণে অতিরিক্ত উপ-পরিচালক জেসমিন জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী হানিফ উদ্দিন, উপ-সহকারী জাহাঙ্গীর হোসেন সহ অনেকেই।
প্রশিক্ষণের উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, ‘কৃষির উন্নয়ন ঘটাতে হলে কোথাও কোন জমি পতিত রাখা যাবে না। বাড়ির চারপাশে জমি ফেলে না রেখে শাক-সবজি ও পুষ্টি বাগান করতে হবে। কৃষি প্রধান দেশে কৃষি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তরুনরা বেকার বসে না থেকে কৃষি উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোঁচাতে পারেন। উপজেলা কৃষি অফিস সর্বদায় কৃষক সহ উদ্যোক্তাদের সহযোগিতার জন্য কাজ করে যাবে।