সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্য রেজাউল করিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা মামুনুর রশীদকে গেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) দুপুরে সরিষাবাড়ী থানার (ওসি) মুশফিকুর রহমান প্রেসব্রিফিং মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাষ্টারের ছেলে ও যুবলীগ নেতা মামুনুর রশীদ। গত বুধবার ১৫ মে দুপুরে ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে ঢুকে মামুন। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলে সে। জন্ম সনদ দিতে দেরি হওয়ার হাত ভেঙে ফেলার হুমকি দেয় মামুম। এরপর পরিষদের সচিবের কক্ষে ঢুকে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে অশুভ আচরণ শুরু করে সে। এর প্রতিবাদ করলে এ পর্যায়ে সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল করিমকে মারধর করতে থাকে মামুন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামুনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ঢাকা ধানমন্ডি মুহাম্মদপুর এলাকা থেকে আসামি মামুনকে গেপ্তার করে পুলিশ।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘ইউপি সদস্যকে মারধরের ঘটনা মামলার আসামি মামুনকে ঢাকা ধানমন্ডি মুহাম্মদপুর এলাকা থেকে গেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। প্রক্রিয়াসম্পূর্ণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।