শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

মাজহারুল ইসলাম শাওন
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় শান্ত (১৩) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার চরবাঙ্গালী এলাকায় এ ঘটনা ঘটে।

ডোয়াইল ইউনিয়ন চর হাটবাড়ী গ্রামের মরহুম হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার চরবাঙ্গালী এলাকায় বাউসী বাজার ধনবাড়ী সড়কে শনিবার সকাল ১০টায় পেছন থেকে মাহেন্দ্র ট্রাক্টর সামনে থাকা আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরকে ধাক্কা দিলে হেলপার শান্ত মিয়া গাড়ি থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনি (শান্ত মিয়া) পেছনের ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সূত্রে আরো জানা গেছে, চর হাটবাড়ীর গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাক্টর ড্রাইভার রুবেল মিয়া ঘটনার পরই গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসফিকুর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে।


আরো পড়ুন

মন্তব্য