সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানগর আমির ড. মাওলানা কেরামত আলীর গাড়ি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিজে, সফর সঙ্গী ও ড্রাইভার আহত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই শঙ্কামুক্ত। গাড়ির সামনে ডানপাশ দুমড়ে-মুচড়ে গেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।
ঢামেল/অন/৩৪