মান্দা, নওগাঁ — আজ শুক্রবার বিকেলে মান্দা উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে বিকেল ৫ টায় অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ( অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিলেন)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।অন্যান্যের মাঝে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা নুরবক্স মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক,যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,যুবদল নেতা আল মামুন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন, জে,এম নাজিম উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।পরিচিতিসভায় কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে আগামী ০১ মে মহান মে দিবস উপলক্ষে নওগাঁ জেলা শ্রমিক দলের গৃহীত কর্মসূচি সফল করতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।