চলুন জেনে নেয়া যাক শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার মতো উত্তরাঞ্চলের পাঁচটি জেলা সম্পর্কে-
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ’হিমালয় কন্যা নামে’ পরিচিত। নাম শুনেই নিশ্চয়ই বুঝা যায় হিমালয় কন্যায় হিমের প্রভাব! সোশ্যাল মিডিয়ার প্রভাবে এখন শীতে ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণ হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া।
যাদের প্রাচীন স্থাপত্য নিদর্শনের প্রতি আগ্রহ অনেক তাদের জন্য দিনাজপুর অন্যতম একটি গন্তব্য হতে পারে এই শীতে। শীতের হাড়কাঁপানো অনুভূতি পেতে প্রাচীন এই শহর উপযুক্ত শহর হতে পারে। স্থাপত্যশৈলীর বিচিত্র নিদর্শন দেখা যায় দিনাজপুরের নানা বিখ্যাত স্থাপনায়। এর মধ্যে দিনাজপুর রাজবাড়ী, কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ, দীপশিখা আনন্দালয় ও মেটি স্কুল অন্যতম।
উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান রংপুরের শীত প্রতিবছর নতুন রেকর্ড গড়ে যায়। শীতে ভাওয়াইয়া গানের দেশ রংপুরে বেড়াতে গিয়ে দেবী চৌধুরানীর রাজবাড়ি, পায়রাবন্দ বেগম রোকেয়ার বাড়ি, লালদিঘি নয় গম্বুজ মসজিদ, তাজহাট জমিদার বাড়ি, প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগত পার্কসহ নানা জায়গায় ঘুরে বেড়ানো যায়।
শীতকালে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঠাকুরগাঁও এর শান্ত পরিবেশ যে কারও মনে এনে দেবে প্রশান্তির ছোঁয়া। জগদল রাজবাড়ি, হরিপুর রাজবাড়ি, জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, বালিয়া মসজিদ, হরিণমারী শিব মন্দির, রাজা টংকনাথের রাজবাড়িসহ নানা ঐতিহাসিক নিদর্শন ঠাকুরগাঁও জেলার অন্যতম আকর্ষণ।
শীতে কাঁপতে কাঁপতে ঘুরে বেড়াতে চাইলে কুড়িগ্রাম বেশ রোমাঞ্চকর গন্তব্য। নাওডাঙ্গা জমিদার বাড়ি, চান্দামারী মসজিদ, ভেতরবন্দ জমিদার বাড়ি, উলিপুর মুন্সিবাড়ী, বঙ্গ সোনাহাট ব্রিজ কুড়িগ্রামের ঐতিহাসিক দর্শনীয় স্থান। বাংলাদেশ-ভারত সীমান্তঘেষা নদী ধরলার ওপর নির্মিত ধরলা ব্রিজ কুড়িগ্রামে সময় কাটানোর জনপ্রিয় গন্তব্য।