ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার (১৬-ই ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৪
উদযাপন উপলক্ষে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় সংস্থার প্রধান কাযার্লয় হতে স্টাফদের সমন্বয়ে একটি দল রাজশাহী কলেজ সংলগ্ন শহীদ মিনারে র্যালির মাধ্যমে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর সকাল ১০:৩০ মিনিটে রাজশাহীর সপুরাস্থ সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সহকারী পরিচালক (এইচআর এবং অ্যাডমিন) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মাহাবুব হোসেন, (এফএসি) ও সহকারী পরিচালক (এমএফপি) হাসিবুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক (এমএফপি) রণজিৎ কুমার কুন্ডু, প্রকল্প সমন্বয়কারী আলিনুর হোসেন সহ প্রধান কার্যালয়ের সকল উর্ধতন কর্মকর্তাগণ, শাপলার আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ, কিছু সংখ্যক শাখার শাখা ব্যবস্থাপক ও হিসাব কর্মকর্তাগণ এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি এবং স্টাফগণ মহান বিজয় দিবসের নানা তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।