মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

লালমোহনে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা ডেস্ক
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রথম পাতা ডেস্ক :ভোলার লালমোহনে ঘরের সিলিং ফ্যান খুলে ওপরে পড়ে গুরুতর আহত হয়ে সামিয়া (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ফ্যানটি খুলে শরীর ওপর পড়ার পর রোববার (২১ এপ্রিল) সকালে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সামিয়া লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের মেয়ে। বাবা হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার দুপুরে ঘরে ঘুমাচ্ছিল সামিয়া। এ সময় হঠাৎ করে চলন্ত সিলিং ফ্যানটি খুলে শিশুটির ওপর পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। রোববার সেখানে নিয়ে যাওয়ার পথে সামিয়ার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।

সূত্র : বাংলা নিউজ২৪।


আরো পড়ুন