মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

রাবির ৫০ শিক্ষার্থী পাচ্ছেন চীনে যাওয়ার সুযোগ

নাবিল শাহরিয়ার
প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
রাবির

রাবি প্রতিনিধি:
এ বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে চীনের হোয়াংহো বিশ্ববিদ্যালয়ের( Honghe University) গ্রীষ্ম/ শরৎ ক্যাম্প।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন এই ক্যাম্পে।ক্যাম্প চলবে ১৪ দিনব্যাপী।

তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক আজিজুর রহমান ।

আগ্রহী শিক্ষার্থীদের মে মাসের ৭ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এ ক্যাম্পে শিক্ষার্থীরা সমগ্র চীন সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে পারবেন। চৈনিক ভাষা শিক্ষা , চৈনিক সংস্কৃতি জানা , চৈনিক খাবার উপভোগ করার পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।চীনে ভ্রমণের যাবতীয় খরচ সহ থাকা,খাওয়ার সকল ব্যয় বহন করবে হোয়াংহো বিশ্ববিদ্যালয়।

তবে, বাংলাদেশ-চীন-বাংলাদেশ যাতায়াত খরচ অর্থাৎ বিমান ভাড়া ও ভিসা ফি শিক্ষার্থীকে বহন করতে হবে। সবমিলিয়ে যার পরিমাণ আনুমানিক ৫০,০০০ টাকা।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত শর্ত সমূহ প্রযোজ্য –
১. যেসব শিক্ষার্থী নির্বাচিত হবেন, তাদের ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার আগেই পাসপোর্ট তৈরি করে নিতে হবে।
২. শিক্ষার্থীদের বিমান ভাড়া এবং ভিসা ফি’র খরচ বহন করতে হবে।
৩. শিক্ষার্থীদের চায়না ভাষা পারদর্শিতার পরীক্ষা HSK-1 টেস্ট পাস করতে হবে।
তবে, শিক্ষার্থীরা চাইলে রেজিস্ট্রেশনের পর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড আদার লেনগুয়েজ ইনস্টিটিউট থেকে এ কোর্স করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৪. আবেদনপত্রে বিভাগের সভাপতির সুপারিশ থাকতে হবে।

আবেদনপত্রটি ডাউনলোড করুন।


আরো পড়ুন