বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ

রাবিতে আবাসিক হলে গাঁজা সেবন, আটক ৩ শিক্ষার্থী

প্রথম পাতা
প্রকাশিতঃ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩ জনকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। মঙ্গলবার সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আটকরা হলো— বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. লিমন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষের থেকে গাঁজার গন্ধ পাওয়া যায়। পরে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে প্রক্টর এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করে এবং তাদের পুলিশে দিয়ে দেয়।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, ‘আবাসিক হলে অনৈতিক কোনো কাজকেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে তারা প্রচলিত আইনানুযায়ী শাস্তি পাবে।’

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে। হল প্রাধ্যক্ষ তাদের হলে সিট বাতিলের বিষয়টি দেখবেন।’

 

ইন্ডেটি/ভি/২৮


আরো পড়ুন

মন্তব্য