শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল রাজশাহীতে ‘পুকুরে’ আওয়ামী লীগ নেতার বাড়ি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের খাবারে পোকা রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি! জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত কারাগারে চির বৈরী এনামুল-কালাম এক খাবার ভাগ করে খাচ্ছেন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য