রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগে তাকে অপসারণের দাবিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বৈষম্য বিরোধী রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবি সংগ্রাম পরিষদ ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের দোসর রাজশাহী বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক একজন দুর্নীতিবাজ ব্যক্তি। তাঁকে ঘুষ না দিলে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে হেনস্থা ও হয়রানি করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি গঠনের বিষয়ে নিজের ইচ্ছামত প্রভাব খাটিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি সেচ্ছাচারিতা করে থাকেন। বিদ্যালয় পরিদর্শক মহা জিয়াউল হকের অনিয়ম দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডে আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দুর্নীতিবাজ বিদ্যালয় পরিদর্শককে অপসারণের দাবিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ওলিউল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক জিয়াউল হককে ফোন করা হলে তিনি বলেন, অভিযোগে বিষয়ে আমি শুনেছি। এই ধরনের অভিযোগের কোনো ভিত্ত নাই। যেহেতু অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করলে আসল তথ্য বের হয়ে আসবে।
সূত্র: ইন্টারনেট