মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশকের অপসারণের দাবিতে অভিযোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগে তাকে অপসারণের দাবিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বৈষম্য বিরোধী রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবি সংগ্রাম পরিষদ ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজশাহী  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ  হাসিনা সরকার ও আওয়ামী লীগের দোসর রাজশাহী বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক একজন দুর্নীতিবাজ ব্যক্তি।  তাঁকে ঘুষ না দিলে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে হেনস্থা ও হয়রানি করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি গঠনের বিষয়ে নিজের ইচ্ছামত প্রভাব খাটিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি সেচ্ছাচারিতা করে থাকেন। বিদ্যালয় পরিদর্শক মহা জিয়াউল হকের অনিয়ম দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডে আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দুর্নীতিবাজ বিদ্যালয় পরিদর্শককে অপসারণের দাবিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ওলিউল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক জিয়াউল হককে ফোন করা হলে তিনি বলেন, অভিযোগে বিষয়ে আমি শুনেছি। এই ধরনের অভিযোগের কোনো ভিত্ত নাই। যেহেতু  অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করলে আসল তথ্য বের হয়ে আসবে।

 

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য