বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ৬৮ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে খাতা পুনর্নিরীক্ষণে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৯ জন। আর জিপিএ-৫ না পাওয়া ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। ফলাফলের অন্যান্য পরিবর্তন এসেছে আরও ৪৫ জন পরীক্ষার্থীর।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, মোট ১৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী ৩৯ হাজার ২৬৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণ শেষে এ ফলাফল প্রকাশ করা হলো।
রাজশাহী বোর্ডে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ১ লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী। গত ১৫ অক্টোবর ফল প্রকাশ কর হয়। এতে দেখা যায়, ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী পাস করেছেন, পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।
সূত্র: ইন্টারনেট