শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের একাংশের নতুন কমিটি, নেতৃত্বে রাকিব-আতাউল্লাহ

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বামপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার (একাংশের) ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেনকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী মো. আতাউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে সংগঠনের ৩২তম কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। পরে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি লিটন কুমার দাশ ও শীত কুমার উড়াং, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তাওহীদ নাঈম, কোষাধ্যক্ষ কায়সার আহম্মেদ, দপ্তর সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাব্বির খান, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে আছেন হুমায়রা ইসলাম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অর্তি রায়, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক রামিছা তাবাচ্ছুম, ক্রীড়া সম্পাদক জ্ঞান চাকমা। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নাঈম হোসেন ও মৃত্তিকা। একটি পদ শূন্য রাখা হয়েছে, সেটি পরবর্তী সময়ে পূরণ করা হবে।

নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার। অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক জান্নাতুল নাঈম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাঈন আহম্মেদ, সাবেক ছাত্রনেতা রায়হান, আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র ইউনিয়ন দুটি অংশে বিভক্ত। ক্যাম্পাসে দুটি অংশেরই কমিটি আছে। অপর অংশের সভাপতি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া এবং সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরমা মোস্তফা।

 

পিআলো/জা/০১


আরো পড়ুন

মন্তব্য