শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্রে বরিশালকে অন্তর্ভুক্তির দাবি

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন রাবিতে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বৃহত্তর বরিশাল বিভাগের ছয়টি জেলা বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আসন্ন ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের দুঃখ বুঝুন, বরিশালে কেন্দ্র করুন, ভর্তি পরীক্ষার ভোগান্তি কমাও বরিশালে কেন্দ্র দাও, নতুন বাংলায় বৈষম্য নেই বরিশালে কেন্দ্র চাই, দূরত্ব নয় সুযোগ চাই, বরিশালে কেন্দ্র চাই, বরিশালে লঞ্চ আছে রাজশাহীতে ঘাট নেই, বরিশাল কেন্দ্র চাই’ ইত্যাদিসহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমানি বলেন, বরিশাল বিভাগ থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দূরত্ব বেশি হওয়ায় অনেক মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে না। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমাদের দাবি বরিশালকেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।

আরবি বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, শুধু দূরত্বের কারণে অনেকেই পরীক্ষা দিতে আসতে পারে না। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে বরিশালের শিক্ষার্থী মাত্র পাঁচ থেকে সাতশ। আমাদের অনেক সময় ২-৩টা নদী পার হতে হয়। এজন্য অনেক অভিভাবক তাদের মেয়েদের পরীক্ষা দিতে পাঠাতে চান না। পাঁচটি অঞ্চলে কেন্দ্র করা হয়েছে, তাহলে বরিশালের মতো অঞ্চল কেন বাদ। এই বৈষম্য দূর করা হোক। এবার থেকেই ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে বরিশালকে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।

রাবি বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের সভাপতি আর রাফি বলেন, বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশালে। কিন্তু শিক্ষার মান উন্নত হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন বরিশালকে কেন্দ্র হিসেবে ঘোষণা করল না? বরিশাল থেকে রাজশাহীতে আসতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। এ ভোগান্তির কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার স্মারকলিপি দিলেও তারা এটা আমলে নেননি। তাই আমাদের এই যৌক্তিক দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাব।

গত ২২ অক্টোবর একাডেমিক কাউন্সিলের এক সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচটি অঞ্চলকে নির্ধারণ করা হয়।

 

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য