মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বেহাল সড়কে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা,দ্রুত সংস্কারের দাবি বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধার গোপন অস্ত্র, ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা সন্দেহ তানোরে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, র‌্যাবের অভিযানে আটক ৫ মুন্ডুমালায় যুব ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত “১০ কেজি গাঁজা সহ ধরা ‘গাঁজা মেম্বার’ এখন দখলবাজ — সত্যি ফাঁসের ভয়ে সাংবাদিককে অপবাদ!” চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সাবেক মেম্বারের দখলদারিত্ব ও অবৈধ কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক সিরাজুলকে সম্মাননা স্মারক প্রদান চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মো. নুরুল ইসলাম 

রাজশাহী পরিবহন সেক্টরে আ.লীগের দোসরদদের জায়গা নেই: হেলাল

প্রথম পাতা
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। বিভিন্ন সময়ে তারা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে অনুপ্রবেশের চেষ্টা করে এই সেক্টরকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এই ঘৃণ্য অপচেষ্টা কখনই সফল হতে দেবে না মালিক শ্রমিকেরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে আওয়ামী লীগের দোসরদের অনুপ্রবেশের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতা হেলাল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গেলেও বিভিন্ন সেক্টরে তাদের লোক দিয়ে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেমনটি তারা এখনও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই চেষ্টা কখনোই সফল হতে দেওয়া যাবে না।

হেলাল আরও বলেন, আমরা এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এজন্য ৪ ও ৫ আগস্ট যারা ছাত্র-জনতার উপর যারা হামলা চালিয়েছে সেই স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

এর আগে, নজরুল ইসলাম হেলালের নেতৃত্বে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপকে অস্থিতিশীল করার পায়তারা রুখতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাস মালিক শ্রমিকেরা। এতে বাস মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন মোয়াজ্জেম পারভেজ, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান শাহিন, রাসেল আহমেদ, শরীফ আলী, জিল্লুর রহমান, অ্যাডভোকেট আশরাফসহ প্রমুখ।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য