রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে পেঁয়াজ আমদানি বন্ধে চাষিদের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

রাজশাহী জেলা জজ আদালতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিতঃ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

রাজশাহী জেলা জজ আদালত জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

২. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৩. পদের নাম: জারিকারক

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জেলা জজ, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ১৯ সেপ্টেম্বর তারিখে বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, নিজ জেলা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট সম্বলিত ১ দশমিক ৫ ইঞ্চি বাই ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের একটি ফেরত খামসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১৫০ টাকা চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত, রাজশাহী, হিসাব নম্বর-৪৬১৯৩০২০০০৮৩৪, সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে হবে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, দ্বিতীয় আদালত, রাজশাহী।

আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

 

“বাতীর নিচে অন্ধকার”, যার জীবন্ত উদাহরন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন


আরো পড়ুন

মন্তব্য