মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) মাহসা ইউনিভার্সিটি কমিটির উদ্যোগে ‘বিয়াম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘রাজশাহী কিংস’ এবং রানারআপ হয়েছে ‘মমতাজ মার্ট’।
শনিবার (১১ মে) মাহসা ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত ৮টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর।
প্রধান অতিথির বক্তব্যে মাহসা ইউনিভার্সিটির সাবেক এই ভিপি বলেন, ‘প্রবাসে শিক্ষার্থী ও তরুণদের মাঝে নিয়মতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় তরুণদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা ও আন্তঃসম্পর্ক উন্নয়ন ব্যাপকভাবে বিস্তৃতিলাভ করবে। বিয়ামের পরিকল্পিত কর্মসূচিগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাজাগানিয়া বার্তা বহন করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ ফুড ইন্ডাস্ট্রির এ্যাকাউন্ট এক্সিকিউটিভ মো. মাহামুদুল হাসান রিফাত, ইউকেএম শিক্ষার্থী সোহানুর রহমান, বিয়াম মাহসা চ্যাপ্টার কমিটির প্রেসিডেন্ট এস এম ফাইয়াজ আলম, সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।