রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও দুই আওয়ামী লীগ নেতাসহ মোট ২৪ জনকে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মিডিয়া উইং আজ দুপুরে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন ও মহানগরের থানাগুলোর পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।
এদিকে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোয় আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: ইন্টারনেট