মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
বেহাল সড়কে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা,দ্রুত সংস্কারের দাবি বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধার গোপন অস্ত্র, ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা সন্দেহ তানোরে ফার্মেসির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, র‌্যাবের অভিযানে আটক ৫ মুন্ডুমালায় যুব ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত “১০ কেজি গাঁজা সহ ধরা ‘গাঁজা মেম্বার’ এখন দখলবাজ — সত্যি ফাঁসের ভয়ে সাংবাদিককে অপবাদ!” চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সাবেক মেম্বারের দখলদারিত্ব ও অবৈধ কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ক্রীড়া সংগঠক সিরাজুলকে সম্মাননা স্মারক প্রদান চাঁপাইনবাবগঞ্জ সদরে নতুন ইউএনও মো. নুরুল ইসলাম 

রাজশাহীর বিভিন্ন সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান লিখন

প্রথম পাতা
প্রকাশিতঃ মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

রাজশাহীর জেলা প্রশাসক অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন সরকারি স্থাপনার দেয়ালে স্প্রে রংয়ের মাধ্যমে জয় বাংলা স্লোগান লিখন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে কে বা কারা এসব স্লোগান লিখেন। পরে সকালে বিষয়টি জানাজানি হয়।

অন্য ভবনগুলো হলো- রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানতে চাইলে রাজশাহী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রেজাউল হক বলেন, গতকাল (রোববার) আমাদের ওই দেয়ালে কোনো লেখা ছিল না। আজ (সোমবার) সকালে আমরা দেয়ালের দুইপারে জয় বাংলা লেখা দেখেছি। আমাদের ডিডি অফিসেও লেখা আছে।

তিনি আরও বলেন, আমাদের ওয়ালে এসব লেখা হয়েছে। এগুলো আগেও অনেকে লিখে গিছে অনেক সময়। তবে আজ কে বা কারা লিখেছে সেটি জানা নেই। এখন আমাদের নতুন করে রং করার বরাদ্দ না পাওয়া পর্যন্ত কোনো কিছু করার নেই।

তবে বিষয়টি অজানা বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ইসলাম। তিনি বলেন, ‘আমরা জানি না।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, বিষয়টি এখনও জানা নেই আমাদের।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ কতটা দেউলিয়া হয়ে গেছে সেটার একটা প্রমাণ তারা দিয়েছে। আসলে তারা মরে গেছে কিন্তু ওই লাশটা এসে বিভিন্নভাবে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। এগুলো আওয়ামী লীগ আসলে তার শক্তিমত্তা কোনোভাবে প্রমাণ করতে পারবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মী বাংলাদেশের জনগণের হাত থেকে পালিয়ে বেঁচেছে। তারা রাজনীতি করতে চাইলে এভাবে জয় বাংলা লিখে কোনো লাভ হবে না। তাদের বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তাদের পাপকর্মের বিচার হওয়ার পর তারা রাজনীতি করতে পারবে কি না জনগণ সিদ্ধান্ত নিবে।

 

দেরুপা/জা/৩৮


আরো পড়ুন

মন্তব্য