থামল জাতীয় সংগীত। শুরু হলো ধান কাটা। ৯ নারীর হাতে ৯টি কাঁচি যেন ধানখেতে ঝড় তুলে দিল। ১০ মিনিট ১২ সেকেন্ডে রেখা কুজুর দল ২৯৪টি ধানের গোছা কেটে প্রথম স্থান অধিকার করল। তখন চারদিকে মানুষের মুহুর্মুহু করতালি। এভাবেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে আজ শনিবার বিকেলে শুরু হয় নবান্ন উৎসব। আর গ্রামজুড়ে মানুষের মধ্যে যেন ছড়িয়ে পড়ে আনন্দের বন্যা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এই গ্রামের আবহমান এই ঐতিহ্য ধরে রাখতে চৈতন্যপুর গ্রামে জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান আয়োজন করেছেন নবান্ন উৎসবের। পয়লা অগ্রহায়ণে গ্রামের সবাইকে নিয়ে তিনি আয়োজন করেন বাঙালি ঐতিহ্যের এই উৎসবের। এবার নিয়ে ষষ্ঠ বছরের মতো এ গ্রামে নবান্ন উৎসবের আয়োজন করা হলো।
সুত্র: ইন্টারনেট