শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে ৬০ টাকার বদলে ৯০ টাকায় বিক্রি

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে মৌসুম শুরুর আগেই বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে কারসাজির মাধ্যমে কৃষকদের কাছে ৬০ টাকা কেজির বীজ ৯০ টাকায় বিক্রি করছেন তারা। এ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। শেষ পর্যন্ত বীজ পাবেন কি না, তা নিয়েও শঙ্কায় আছেন কোনো কোনো চাষি। তবে কৃষি বিভাগ বলছে, এবার বীজ আলুর সংকট নেই, সংকট হবেও না। কারণ চাহিদার চেয়েও বেশি মজুত আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত জোগান থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী তাদের দোকান ও গুদামে বীজ আলু রাখছেন না। নির্ধারিত মূল্যের চেয়ে মণপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা বেশি রেখে অজ্ঞাত স্থান থেকে কৃষকের কাছে বীজ আলু পৌঁছে দিচ্ছেন তারা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লোকদেখানো জরিমানা ছাড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, রাজশাহী জেলায় এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। বীজ আলুর চাহিদা রয়েছে ৫৭ হাজার ৭৫০ মেট্রিক টনের। জেলার ৯ উপজেলার হিমাগারগুলোয় বীজের মজুত ছিল ৫৯ হাজার ৭০০ মেট্রিক টন। এর মধ্যে চলতি মৌসুমে ২২ হাজার ৩০০ মেট্রিক টন বীজ বাজারে ছাড়া হয়েছে। এখনও মজুত আছে ৩৭ হাজার ৪০০ মেট্রিক টন। হিসাবে চাহিদার চেয়েও বেশি আছে এক হাজার ৯৫০ মেট্রিক টন। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে বীজ মজুত রয়েছে আরও ৬০০ মেট্রিক টন। সব মিলিয়ে দুই হাজার ৫৫০ মেট্রিক টন বীজ মজুত থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে অস্থিতিশীল রাজশাহীর বীজ আলুর বাজার।

কৃষি অধিদপ্তর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীতে যে পরিমাণ বীজ আলুর প্রয়োজন পড়ে তার অধিকাংশই চাষিরা উৎপাদন করেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সাধারণত বীজ কেনেন। তারা কখনও অন্য চাষি আবার সরকারি সংস্থা কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বীজ কিনে থাকেন। মোট চাহিদার দুই-তৃতীয়াংশ সরকারি সংস্থা বিএডিসি সরবরাহ করে থাকে। এ ছাড়া ব্র্যাকসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বীজ উৎপাদন করে নিজস্ব ব্যবস্থাপনায় তা কৃষকদের কাছে বিক্রি করে।
কৃষকদের অভিযোগ, সরকারি-সেসরকারি প্রতিষ্ঠানগুলোর বীজ সাধারণত ভালো হয়। এ কারণে চাষিদের আগ্রহ থাকে কেনার। কিন্তু এই বীজ ইচ্ছামতো দামে বিক্রি করে ডিলার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। আবার কৃত্রিম সংকট তৈরি করে কারসাজির মাধ্যমে কৃষকদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

সরকারি সংস্থা বিএডিসি সূত্রে জানা যায়, বিএডিসি সাধারণত তিন জাতের বীজ বিক্রি করে। তা হলো অ্যাস্টেরিক, ডায়মন্ড ও সানশাইন। প্রতি কেজি অ্যাস্টেরিক বীজ ডিলার পর্যায়ে ৫৯-৬০ টাকা ও চাষি পর্যায়ে ৬৫-৬৬ টাকা, ডায়মন্ড ডিলার পর্যায়ে ৫৭-৫৮ ও চাষি পর্যায়ে ৬৩-৬৪ টাকা এবং সানশাইন ডিলার পর্যায়ে ৫২-৫৪ ও চাষি পর্যায়ে ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা। কিন্তু চাষি পর্যায়ে ৬০-৬৫ টাকা কেজি দরে যে কোনো জাতের বীজই পাওয়া যাচ্ছে বলে জানালেন চাষিরা। তারা বলছেন, প্রতি কেজি বীজ সর্বনিম্ন ৯০ টাকায় কিনতে হচ্ছে। নানা অজুহাত ও সংকট দেখিয়ে ১০০ টাকাও বিক্রি করছেন কেউ কেউ।
এমনটি জানিয়েছেন পবা উপজেলার আলুচাষি সাগর আলী। তিনি বলেন, ‘মৌসুম শুরুর আগেই বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। কারসাজির মাধ্যমে আমাদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। পর্যাপ্ত জোগান থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী তাদের দোকান ও গুদামে বীজ আলু রাখছেন না। নির্ধারিত মূল্যের চেয়ে মণপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা বেশি রেখে অজ্ঞাত স্থান থেকে কৃষকের কাছে বীজ পৌঁছে দিচ্ছেন। এতে বেশিরভাগ চাষি হয়রানির শিকার হচ্ছেন।’

রাজশাহী নগরের গ্রেটার রোড এলাকার বীজ আলুর প্রজেক্ট ব্যবসায়ী খোকন তালুকদার বলেন, ‘আমরা প্রজেক্ট নিয়ে ব্যবসা করি। বীজ নিজেরাই উৎপাদন করি। উদ্বৃত্ত থাকলে সেটা বিক্রি করি। এখানে সিন্ডিকেট সক্রিয়। এবার শুরু থেকেই কৌশলে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে তারা। পার্শ্ববর্তী জেলা নওগাঁ, নাটোর ও কৃষ্টিয়ার দিকে বীজের সংকট আছে। অনেক বীজ ওই দিকে যাচ্ছে। আর নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ চাষিদের কাছ থেকে বেশি অর্থ হাতিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।’
শনিবার ১০০ টাকা ও রোববার (১৭ নভেম্বর) ৯০ টাকা কেজি দরে বীজ বিক্রি হয়েছে বলে উল্লেখ করে খোকন তালুকদার আরও বলেন, ‘আমাদের এলাকায় তেমন সমস্যা হবে না। অন্য জেলা থেকে আমাদের কাছ থেকে বীজ কেনার জন্য যোগাযোগ করছেন চাষিরা। এবার বীজের সংকট নেই, তবে দাম বেশি।’

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কোল্ডস্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর বলেন, ‘বাজারে ৮০ টাকার ওপরেই সব বীজ বিক্রি হচ্ছে। সম্ভবত এবার রাজশাহীতেই দাম কম। এ কারণে সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। তবে বীজের সংকট নেই।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, ‘জেলায় যে পরিমাণ বীজ আলু মজুত আছে, তাতে কোনোভাবেই সংকট তৈরি হওয়ার কথা নয়। সংকট হবে না। এরপরও সংকটের অভিযোগ আসছে। আমরা প্রতি উপজেলায় এ নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। কৃষি কর্মকর্তারা কাজ করছেন। অভিযোগ পেলেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সিন্ডিকেট ভাঙতে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, ‘খাবার আলু ও বীজ আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শনিবার আলু ব্যবসায়ী ও চাষিদের নিয়ে সভা করেছি আমরা। সিন্ডিকেটের অভিযোগ পেলেই অভিযান চালানো হচ্ছে।’

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য