রাজশাহী মহানগরে তিন কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া গ্রামের শায়েদ আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
সূত্র: ইন্টারনেট