সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু পথ শিশুদের নিয়ে “আলোকিত ভবিষ্যৎ”  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোহনপুর থানা পুলিশ সাথে গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সঞ্জয় কুমারকে সভাপতি ও রবিউলকে সাধারণ সম্পাদক করে রাবিতে MBXT এর যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সাবেক এমপি মরহুম নাদিম মোস্তফা’র মিলাদ ও দোয়া মাহফিলে জনতার ঢল

ফিরোজ আলম
প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মরহুম নাদিম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০-শে নভেম্বর) বিকেলে দুর্গাপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. নুরুন্নাহার পারুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।

দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি আকবর আলী বাবলু, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন, দূর্গাপুর উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম রাজশাহী জেলা শাখার সভাপতি ও জিপি এ্যাডভোকেট মাইনুল হাসান পান্না, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক) ও জেলা মহিলা দলের সাবেক সভাপতি রোকসানা বেগম টুকটুকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাইলা সুলতানা লিজা, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার, দুর্গাপুর উপজেলার পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, কিসমত গনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, দূর্গাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব, বানেশ্বর বাজার কমিটির সভাপতি মতিউর রহমান মতি, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নাদিম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আরো পড়ুন

মন্তব্য