রাজশাহীতে পরিবহন মালিক গ্রুপের দখল নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, উত্তেজনার পর প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৭ অক্টোবর প্রশাসক নিয়োগের চিঠিটি স্বাক্ষর করা হলেও রবিবার তা পেয়েছেন বিভাগীয় কমিশনার দেওয়ান মো. হুমায়ুন কবির। প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীলকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৩-২০২৫ মেয়াদী কমিটির সদস্যদের পদত্যাগ ও বিশৃংঙ্খল পরিস্থিতির পরিবহন ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না মর্মে সাধারণ বাস মালিকরা অভিযোগ করেছেন।
ফলে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসক আগামী তিন মাসের মধ্যে নির্বাচন পরিচালনা করে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের পতনের পর বাস মালিকদের সংগঠন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দখল নেন রাকেশ ও তার লোকজন। ৮ আগস্ট পাল্টা দখলে নিতে গেলে ব্যাপক সংঘর্ষ হয় রাকেশ ও হেলাল গ্রুপের মধ্যে।