মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে সড়ক পরিবহণের দুই গ্রুপের হাতাহাতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের দুপক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে হাতাহাতিতে দুজন আহত হন। তারা হলেন- আমিরুল ইসলাম  (৩২) ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির কর্মচারী। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা কোন পক্ষের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পরিবহণ গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান শ্রমিক নেতা রাকেশ গ্রুপের কিছু শ্রমিক। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

তাদের মানববন্ধন চলাকালে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ তার অনুসারীরা সেখানে উপস্থিত হন। তারা মানববন্ধনের ব্যানার টানাটানি শুরু করেন। তখন দুপক্ষের শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েকজনকে ধাওয়াও দেওয়া হয়। ধস্তাধস্তিতে কয়েকজনের শার্ট ছিঁড়ে যায়। পরে দ্রুত পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, সড়ক পরিবহণ গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে সেটা পুরোটাই আওয়ামীপন্থি। তারা অবৈধভাবে সড়ক পরিবহণ গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এ কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগপর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করতে গেলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ তার অনুসারীরা আমদের ওপর হামলা করে।

সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ওদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। তারা আগে আমাদের ওপর হামলা করেছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কোনোপক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য