সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু পথ শিশুদের নিয়ে “আলোকিত ভবিষ্যৎ”  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোহনপুর থানা পুলিশ সাথে গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সঞ্জয় কুমারকে সভাপতি ও রবিউলকে সাধারণ সম্পাদক করে রাবিতে MBXT এর যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রথম পাতা
প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনষ্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৭)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজশাহী মেট্টোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে চাঁপাইনবাগঞ্জের নাচোলে যাওয়ার পথে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও পুলিশে চাকরি করতেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

 

আসয়/জা/০৮


আরো পড়ুন

মন্তব্য