শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

রাজশাহীতে শিবিবের বিক্ষোভ-সমাবেশ

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে নগরের রেলগেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা।

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের অংশ হিসেবে এর আয়োজন করা হয়। মিছিলটি নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত হতে হবে। যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছেন এবং যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছেন তাদের প্রত্যেকের বিচার করতে হবে। এসময় বক্তরা অভিযুক্ত সবার ফাঁসি দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মো. সফিউল্লাহ। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলামসহ রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য রাখেন।

 


আরো পড়ুন

মন্তব্য