রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে পেঁয়াজ আমদানি বন্ধে চাষিদের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা
প্রকাশিতঃ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম (২৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নিহতের পরিবার। মানববন্ধন থেকে মিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নিহত মিম নগরের রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা ছিলেন। গত ২৬ অক্টোবর মিমকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন মিম, এমন কথা প্রচার করে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় মিমকে। তবে খুনের এ ঘটনা পূর্ববিরোধের কারণে। মিম হত্যায় রুবেল নামের স্থানীয় এক যুবদল কর্মী নেতৃত্বে ছিলেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

 

মানববন্ধনে মিমের মা কেয়া বেগম বলেন, ‘‘এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নেতৃত্বদানকারী রুবেলের আমরা ফাঁসি চাই। রুবেল গ্রেপ্তার হলেও এখনও বাকি আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমাদের কেউ নেই বলে আমরা কোনো বিচার পাচ্ছি না।’’

তিনি বলেন, ‘‘রুবেল সন্ত্রাসী। আর আমরা খুব অসহায়। আমাদের পাশে একটা লোক নেই। দেখেন, কয়জন মাত্র লোক এসেছি এলাকা থেকে। কেউ ভয়ে আসতে চাচ্ছে না। রুবেল জেলে থাকলেও রাসেল, অমিত, রিফাত, রবিন, আরিফ, সাজ্জাদ, সাব্বির, মারুফ, সাগরসহ অনেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পুরো পরিবারকেই শেষ করে দিতে চায় তারা।’’

মানববন্ধনে নিহতের ভাই কৌশিক ইসলাম সাগর, নানী জাহানারা বিবি, প্রতিবেশী আরাফাত হোসেন, মো. শাকিব প্রমুখ বক্তব্য দেন। তারাও মিম হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য