সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মৃত্যু পথ শিশুদের নিয়ে “আলোকিত ভবিষ্যৎ”  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোহনপুর থানা পুলিশ সাথে গ্রাম পুলিশদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সঞ্জয় কুমারকে সভাপতি ও রবিউলকে সাধারণ সম্পাদক করে রাবিতে MBXT এর যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীয়া ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম-ফসলী জমি চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি‍‍`র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে ভাঙা রেললাইনে চলল ট্রেন

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলতে দেখা গেছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙা রেললাইন মেরামত কাজ সম্পন্ন করেন।  

যদিও ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলওয়ের কর্মীদের মেরামতকালে ভাঙা স্থান দিয়ে এই রুটে চলাচল করা ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করেছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙ্গা দেখে রেলওয়ের কর্মীদের খবর দেন স্থানীয়রা। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও ঈশ্বরদী রুটের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে ভাঙা লাইনের ওপর দিয়ে। রেললাইন ভাঙার খবরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) ভবেশ চন্দ রাজবংশী বলেন, লাইন ফেটে (ভাঙা) গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কর্মীরা দ্রুত মেরামত করেছে।

ভাঙার কারণ হিসেবে তিনি বলেন, এখন মাঝে মাঝে ভাঙছে রেললাইন। রেললাইনের বয়স হয়েছে। আর গাড়ি (ট্রেন) ৮০ কিলোমিটার স্পিডে চলে।

 

ঢাপি/অন/২৩


আরো পড়ুন

মন্তব্য