রাজশাহীতে পৃথক দুটি বিস্ফোরক মামলার দুই আসামি মাইনুল ইসলাম দিপু (২৬) এবং নিশান হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বৃহস্পতিবার ১১টায় মহানগরীর লক্ষ্মীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে দিপুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। একই সময়ে ডিবির অপর একটি দল মহানগরীর হেতমখাঁ এলাকার স্বপন শাহের ছেলে নিশানকেও তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গত ৫ আগস্ট মহানগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং গত ১৯ জুলাই মহানগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পৃথক দুটি মামলায় এজাহার নামীয় দুই আসামি দিপু ও নিশান। গ্রেফতারদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: ইন্টারনেট