মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

রাজশাহীতে বিয়ের দাওয়াত খেতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

চলছে বিয়ে বাড়ির আনন্দ উল্লাস। কিন্তু মুহূর্তেই রূপ নিল শোকের। মা ও নানির সাথে বিয়ে খেতে এসেছিলেন তামিম ইসলাম। রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াত খেতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন তামিম ইসলাম (১১) নামের এক শিশু।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায় রাজশাহীর চারঘাট নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তামিম ইসলাম তার মা ও নানির সাথে রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের দাওয়াত খেতে আসে। বিয়ের কার্যক্রম সবকিছু ঠিকঠাক মতো চলছিল অন্যদিকে ছোট বাচ্চা তামিম পার্শ্ববর্তী এলাকা জুয়েল খলিফা নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে যায়। পরে অনেক সময় অতিবাহিত হলেও তামিম ফিরে না আসায় তার মা ও নানী অনেক খোঁজাখুঁজি শুরু করে।

পরে বিয়ের বাড়ির লোকজন পার্শ্ববর্তী ওই পুকুরের পানিতে তামিমকে পড়ে থাকতে দেখে। তামিমকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শিশু তামিম চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে বলে জানা যায়। ওই ঘটনায় বিয়ের বাড়ি ও ঈদের আনন্দ মুহূর্তে শোকে স্তব্ধ হয়ে যায়।

এ বিষয়ে নিহত শিশু তামিমের নানি বলেন, আমরা সবাই বিয়ের বাড়িতে কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলাম। এই সময়ের মধ্যে আমার নাতি কখন যে অন্যান্য বাচ্চাদের সাথে পুকুরে গোসল করতে গেছে আমরা কেউ টের পায়নি। আমরা টের পেলে হয়তো আজ এই দুর্ঘটনা ঘটতো না এমনটাই বলছিলেন নিহত শিশু তামিমের নানী। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনা সত্য, একজন শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে।


আরো পড়ুন

মন্তব্য