রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি শাহাদত হোসেন শাহু (৫০) রাজশাহী জেলার চারঘাট থানার সাহাপুর এলাকার বাসিন্ধা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম টি গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার কাজীহাটা এলাকার অভিযান পরিচালনা করে আসামি শাহাদতকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।
সূত্রঃ ইন্টারনেট