মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল Reel Hit Video slot On line Free No Obtain মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে স্হানীয় শিল্প,পণ্য প্রদর্শনী,পিঠা উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন Tomb Raider dos Pokies Online because of the Microgaming Play Totally free Slot রাজশাহীতে তারুণ্যের উৎসবে ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন রাজশাহীতে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

রাজশাহীতে ফিল্ম স্টাইলে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম পাতা
প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে ওপেন ফিল্ম স্টাইলে ছিনতায়ের ঘটনা ঘটছে। শান্তি ও শিক্ষা নগরীখ্যাত এই শহরে এমন ঘটনা নিয়ে চরম নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রাজশাহী হেল্পলাইন’ নামে গ্রুপে সারা জেরিন নামে এক শিক্ষার্থী তার ব্যাগ ছিনতায়ের ঘটনার বিবরণ দিয়ে এমনি উদ্বিগ্নতা ও নিরাপত্তাহীনতার কথা পোস্ট করেছেন। ছিনতায়ের ঘটনা ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যার পর হলেও সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এই পোস্টটি করেন।

পাঠকদের জন্য হুবহু পোস্টটি তুলে ধরা হলো। শিক্ষার্থী সারা জেরিন তিনি লেখেন, আজ(২২ ডিসেম্বর) সন্ধ্যার পর ঘোষপাড়া থেকে প্রাইভেট শেষ করে রিকশা নিয়ে মালোপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ বক্স এর সামনে পেছন থেকে একটা মোটরসাইকেল এ ২ জন ছেলে চলন্ত অবস্থায় আমার ব্যাগ ধরে টান মেরে ছিনতাই করে নিয়ে চলে যায়।

ব্যাগের মধ্যে এধষধীুঅ২৫ ফোন, আমার বই,খাতা, প্রাইভেটের আইডি কার্ড এবং কিছু টাকা ছিলো।

রাজশাহীতে লোকারণ্য একটা জায়গায় ওপেনলি ফিল্মি স্টাইলে ছিনতাই হতে পারে, এটা কল্পনার বাইরে।

অবাক করার বিষয়, যখন মোটরসাইকেল থেকে ছেলেটা আমার ব্যাগ টান দিচ্ছিলো, রিকশাওয়ালাকে থামতে বলার পরেও সে থামেনি, বরং ছিনতাইকারীকে যথেষ্ট সুযোগ দিয়ে সে রিকশা চালায়ে যাচ্ছিলো।

রিকশাওয়ালাগুলো এরকম ছিনতাই এর সাথে জড়িত থাকতেও পারে। রাজশাহীর নিরাপত্তা ব্যবস্থা এতোটাই ভঙ্গুর যে, ল্যাম্পপোস্টের আলোতে সব ঢাকা পড়ে গেছে।

ওই পোস্টের পর অনেকেই রাজশাহী শহরে আরো ছিনতায়ের ঘটনা ঘটছে এবং পুলিশের ভ‚মিকা নিয়ে সমালোচনা করে মন্তব্য লিখেছেন। বেলাল উদ্দীন নামে একজন ইংরেজীতে লিখেছেন, এটা শুধু রাজশাহীতে নয় সারা বাংলাদেশ এমন ঘটনা ঘটছে। দিনে দিনে অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

মোহাম্মদ রাশেদুন নবী লিখেছেন, এই ঘটনা আমার ওয়াইফের সাথেও ঘটেছে। মামলা করেছিলাম। প্রায় দেড় বছর হলো।

সিসিটিভির ফুটেজ নিজেরাই কালেক্ট করে পুলিশকে দিয়েছিলাম। মামলার কোন অগ্রগতি নাই। মাঝে পুলিশ ছিনতাইকারীকে ধরেছিলো। ছিনতাইকারী বলেছে ব্যাগে কিছুই ছিলো না। পুলিশ আমাদের সাথে এমন আচরন করেছে, মনে হলো,ব্যাগে তেমন কিছু না রেখে আমার ওয়াইফ মস্ত বড় ভুল করেছে। এখন ছিনতাইকারী দিব্বি বাইরে ঘুরে বেরাচ্ছে, আর সেই পুলিশই পলাতক ৫ আগস্টের পর, যতদূর জানি। 

ওসমান রশিদ লিখেছেন, নিরাপদ শহর যেন দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে!!!

সারোয়ার হোসেন লিখেছেন, যা হয় ভালো জন্য হয়। আবেগ দিয়ে লাভ নাই, ফল ভোগ করতেই হবে। নিরাপত্তা কর্মী নাই নিরাপদ কিভাবে হবে রাজশাহী সিটি। আগামী ১ বছরের মাঝে অনিরাপদ শহরে নাম লিখাবে রাজশাহী।

সোহেল রানা লিখেছেন, সেম জায়গায় ২০২৩ এর জানুয়ারির ১৫ তারিখে আমার কাছে থেকে ২ টা মোবাইল সহ মোটা অংকের টাকা ছিনতাই হয়েছিল। গত জুনে১ টা ফোন ফিরে পেয়েছি।

এই বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, এই বিষয়টি আমরা এখনো অবগত নয়। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে ওই শিক্ষার্থীকে সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দিতে বলেন তাহলে আমরা বিয়টি আইনগত ভাবো দেখবো বলে জানান।

 

যায়দিন/জা/১৫


আরো পড়ুন

মন্তব্য