শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা, সাইনবোর্ড ভাঙচুর

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে দৈনিক প্রথম আলো অফিসের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে ঘটনায় পত্রিকাটির স্থানীয় কোনো সংবাদকর্মী আক্রান্ত হননি।

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে এই ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের প্রথম আলো সাইনবোর্ড ভেঙে উল্লাস করতে দেখা গেছে।

এর আগে আলেম-ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টির দিকে রওনা হন। সেখানে বিক্ষোভ সমাবেশ এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে দেয় বিক্ষোভ করেন।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য