শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

রাজশাহীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৮

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীর পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন প্রদীপ কুমার সাহা পিংকু(৩৪) ও আবু হেনা মোস্তফা জামান রিপন(৪২) । পিংকু রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দাখালী বাবু পাড়ার দীপেন কুমার সাহার ছেলে। সে পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামীলীগ কর্মী রিপন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের বদিউজ্জামান বদির ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য