শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে নাশকতার অভিযোগে যুবলীগ নেতাসহ আটক ১১

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগের বিভিন্ন মামলায় এক যুবলীগ নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুমন আলী (২৮) নগরীর বিমানবন্দর থানার সিন্দুর কুসুম্বী গ্রামের মুকুল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও সন্ত্রাসী হামলার মামলা রয়েছে। বাকি ১০ জনের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো বার্তায় বলা হয়েছে, শনিবার আটকদের আদালতে চালান করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেয়।

 

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য