শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

রাজশাহীতে দুই আ.লীগ নেতাসহ ১১ জন আটক

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন আওয়ামী লীগ নেতা রয়েছেন। সাতজনকে গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধে আটক করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সময়ে তাদের আটক করেছে আরএমপির বিভিন্ন থানা পুলিশ।

আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ৫ আগস্ট রাজশাহী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে মহানগর আওয়ামী লীগের সদস্য আয়নাল হক (৫৯) ও লুৎফর রহমানকে  (৪০) আটক করেছে পবা থানা পুলিশ। আটককৃতদের আদালতে চালান করা হলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য