শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম আর্জিনা বেগম (৫২)। তিনি চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। তিনি বলেন, শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান আর্জিনা বেগম নামের ওই নারী।

তিনি বলেন, জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত আর্জিনা যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই কোনো আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আরো পড়ুন

মন্তব্য