শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

রাজশাহীতে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

“রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শনিবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ডা. মাহাদী আমিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিব,  এ্যাড. নেওয়াজ হালিমা, আমিরুল ইসলাম আলিম, ওরায়েদুর রহমান চন্দন, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুর্নবাসন সহ সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সূত্র: ইন্টারনেট 


আরো পড়ুন

মন্তব্য