শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

রাজশাহীতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের যাত্রা শুরু

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

‘এসো মিলি প্রাণের টানে, পাহাড় আর সমুদ্রের গর্জনে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে যাত্রা শুরু করেছে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম। শনিবার (২৩ নভেম্বর) নগরীর সাহেব বাজার জেন জি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফোরামের আত্মপ্রকাশ ঘঠে এবং ২০২৪-২৫ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়ছে।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী কায়েস মাহমুদ সাকিবকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি,  মো. রিদুয়ান এবং মিজানুর রহমান,  যুগ্ন- সাধারণ সম্পাদক আকিল বিন তালেব, জয় সেন চৌধুরী এবং মো.শফি উল্লাহ। সাংগঠনিক সম্পাদক হলেন, আজিজুর রহমান ইমরান এবং রাফিজুল ইসলাম তাউসিফ।

সমিতির গঠন পরবর্তি কর্মসূচিতে কক্সবাজার স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ড. জসিম উদ্দিন বলেন, কক্সবাজার অঞ্চলের মানুষকে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য উৎসাহিত করতে আমাদের ফোরামের যাত্রা। সকলের একত্রিত হওয়ার মাধ্যমে কক্সবাজার ফোরাম এগিয়ে যাবে সে আশা প্রত্যাশা করি।

রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক খাদিজা বেগম বলেন, প্রথমের দিকে এতো দূরে এসে কেউ সহজে পড়াশোনা করতে চাইতো না। সময় পরিবর্তন হয়েছে কক্সবাজার থেকে রাজশাহীতে এসে অনেকে পড়াশোনা করছে। যার ফলে কক্সবাজারের সকলে একত্রিত হয়ে সব সমস্যার সমাধান করবে। কক্সবাজার ফোরামের মাধ্যমে আমরা যেন সহযোগিতামূলক কাজ করতে পারি সে মনোভাব রাখতে হবে।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান সরওয়ার নাঈম বলেন, দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা আশ্রয়স্থল খুঁজে পেয়েছি। কক্সবাজার থেকে রাজশাহীতে যারা পড়তে আসে তারা অনেক সময় নানা সমস্যার মধ্যে পড়ে যায়। যার ফলে অনেকদিন ধরে আমরা কক্সবাজারের সকলের একত্রিত হওয়ার জন্য একটা ফোরামের অভাববোধ করতাম।  আজকে কক্সবাজার  ফোরামের যাত্রার মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়ে সহযোগিতামূলক কাজ করার মাধ্যম এগিয়ে যাব।

উল্লেখ্য, রাজশাহীস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ,  রাজশাহী কলেজ এবং অন্যান্যা শিক্ষা-প্রতিষ্ঠানে কক্সবাজার থেকে আগত শিক্ষার্থীর সমন্বয়ে এ ফোরাম গঠিত হয়।

 

সূত্র: ইন্টারনেট


আরো পড়ুন

মন্তব্য