শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

রাজশাহীতে ওয়ার্ড আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৮

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে হত্যাচেষ্টা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চুনিয়াপাড়ার আমজাদ হোসেন (৫৫) ও তাঁর ছেলে যুবলীগনেতা মাইনুর রহমান রতন (৩২), উপজেলার কিশোরপুর গ্রামের আওয়ামী লীগনেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মকলেছুর রহমান (৪৫),  ভাঙ্গীরপাড়া গ্রামের ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আলিম (৩৬), গোপালপাড়ার জাহিদুল করিম (৪২), সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাঁকোয়া গ্রামের এনামুল হক (৩৮), নান্দি গ্রামের ইসরাফিল হোসেন (৪৫) এবং জিআর মামলার আসামি ইসবপুর এলাকার মিজানুর রহমান  মিনু (৩৫)।

দুর্গাপুর থানার ওসি বলেন, থানা পুলিশের অভিযানে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় পাঁচজন, সিআর মামলায় দুজন ও জিআর মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো পড়ুন

মন্তব্য