বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে আ.লীগের চার নেতাকর্মী গ্রেফতার

প্রথম পাতা
প্রকাশিতঃ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক (৫৭) উল্লেখযোগ্য।

রোববার সকালে উপজেলা সদরের রামজীবনপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে জুলফিকার আলী নামের আরেক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক ও জুলফিকারের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা পুলিশ শরিফ উদ্দিন ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ স্বাধীন নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন। চার আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

যআন্তর/জা/০২


আরো পড়ুন

মন্তব্য