রাজশাহী মহানগরের তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। সন্ধ্যায় আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজন তরুণ ও তিনজন তরুণী। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের সাহেববাজার গণকপাড়া এলাকার আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান চালানো হয়। হোটেল তিনটি থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরের আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি অবাসিক হোটেল থেকে ছয় তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে।
রাংবিডি/অন/৩১