শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) নগরের সপুরায় রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান। সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মো. নাজমুল হক।

সভায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সমর কুমার রনি, রাজশাহীর পুলিশ সুপারের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক সোহেল রানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তিন প্রবাসীর পরিবারকে অনুদানের চেক প্রদান কর হয়। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী ও দর্শণার্থীর সমাগম ঘটে।

 

রাংবিডি/অন/৩১


আরো পড়ুন

মন্তব্য