রাজশাহীতে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে এই জেলার পথঘাট ও প্রকৃতি ঢাকা পড়েছে কুয়াশায়। গত কয়েক দিন ধরে রাজশাহীতে ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। আজ দেশের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পদ্মা পাড়ের এই জেলায়।
সোমবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, এই জেলার বদলগাছীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়া।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিশ্ববীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তবে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে।