“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে, সারাদেশের মতো রাজশাহী বিভাগেও শুরু হয়েছে অর্থনৈতিক শুমারির চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পরে, এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয় ।
অনুষ্ঠানে জানানো হয়, অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। ১০ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহী বিভাগের ৮ জেলায় চতুর্থ অথনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারির তথ্য-উপাত্ত দেশের নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ, গবেষকসহ বিভিন্ন অংশীজন নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবহার হবে।
অর্থনৈতিক শুমারির লক্ষ্য হলো সময়ের বিবর্তনে দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের কাঠামো নির্ধারণ, অর্থনৈতিক কর্মকাণ্ডে জনবলের হিসেব নিরূপণসহ পল্লী ও শহর এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস ও হালনাগাদ তথ্য-উপাত্ত প্রস্তুত করা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রাজশাহী এর যুগ্ম পরিচালক আব্দুল হালিমসহ বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মচারি ও তথ্য সংগ্রহকারীরা ।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮ জেলায় ১১ হাজার ৯৭৩ জন তথ্য সংগ্রহকারী তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারীদের কাজ জিপিএস লোকেশনের মাধ্যমে ট্র্যাক করা হবে।
পদ্মা/অন/৩০